কুড়িগ্রাম প্রতিনিধি: ‘বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার শিক্ষিত বেকারদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দাসিয়াছড়ার কালিরহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে দুই শতাধিক শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনের বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ-অর-রশিদ হারুণ, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার যুবক কর্মহীন হয়ে জীবন-যাপন করছেন। এসব শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য দাবি জানান বক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।