অস্ট্রেলিয়ায় অবস্থিত কুইন্সল্যান্ড জাদুঘরের গবেষকরা বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক স্করপিয়নের সন্ধান পেয়েছেন। তাদের অনুসন্ধানে পাওয়া স্করপিয়ানের দুটি নতুন প্রজাতি বেশ রহস্যময়।
জীবাশ্ম পদ্ধতির মাধ্যমে তারা এ প্রজাতির স্করপিয়নের নতুন তথ্য খুঁজে পেতে চেষ্টা করছেন। স্করপিয়ানটি অস্ট্রেলিয়ার কুইজল্যান্ডে বাস করত তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে Woodwɑrdopterus freemoпorum জীবাশ্ম।
১৯৯০ সালে এ অঞ্চলে সামুদ্রিক স্করপিয়নের প্রথম জীবাশ্ম খুঁজে পাওয়া সম্ভব হয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, যদি এ প্রজাতির স্করপিয়ান পৃথিবীর জলজ অঞ্চলে বাস করে থাকে তাহলে তাদের আকৃতি হওয়া উচিত বিশাল।
সাধারণত এ ধরনের স্করপিয়ান আকারে বড় হয়ে থাকে এবং নদী থেকে তারা পানি সংগ্রহ করত। ওই জাদুঘরের প্রাণীবিদরা যখন স্করপিয়নের নতুন প্রজাতি খুঁজে পাওয়ার কথা শুনেন তখন প্রথমে তারা বিশ্বাস করতে চাননি।
পরবর্তী সময়ে তারা অভিজ্ঞ গবেষকদের সাহায্য নেন এবং এ ব্যাপারে আরো তথ্য অনুসন্ধানের চেষ্টা করেন। Dr. Aпdrew Rozefelds এ জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাশাপাশি এই সামুদ্রিক স্করপিয়ানের জীবাশ্ন নিয়ে কাজ করছেন।
Dr. Aпdrew Rozefelds বলেন যে, আমাদের জাদুঘরে অনেক প্রাণীর জীবাশ্ম সংরক্ষিত রাখা আছে। তবে এ সামুদ্রিক স্করপিয়ানের জীবাশ্ম আমাকে সব থেকে বেশি বিস্মিত করেছে।
তিনি গবেষণার মাধ্যমে বুঝতে পারেন যে বড় ধরনের কোন প্রাণীর জীবাশ্ম হবে এটি। অনেক ক্ষেত্রে এ জীবাশ্ম সামুদ্রিক স্করপিয়ানের সাথে মিলে যায়। ২৫২ মিলিয়ন বছরের আগের ঘটনার কথাও বলেন তিনি।
তাদের পাওয়া এ জীবাশ্ম অস্ট্রেলিয়ার জলজ অঞ্চলে সর্বশেষ সামুদ্রিক স্করপিয়ানের এর কথা বর্ণনা করছে। এ প্রজাতির স্করপিয়ান অনেক আগেই অন্যান্য প্রাণীর সাথে পুরোপুরি বিলীন হয়ে যায়। অস্ট্রেলিয়ার এসব জলজ অঞ্চলে একটা সময় তাদের অনেক দাপট ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।