জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির গনাইসার বিলে মাছ ধরার জালে উঠে এসেছে ১১ ফুট লম্বা অজগর সাপ।
মঙ্গলবার সকালে উপজেলার ধীপুর ইউনিয়ন থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।
জানা যায়, ভোরে বিলে মাছ ধরার চাই ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পান স্থানীয় জেলে বাবু খান। পরে বাবু ও তার বড় ভাই উসমান খান সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন।
গনাইসার গ্রামের স্থানীয় জেলে বাবু বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরার চাই ওঠাতে যাই। চাই টান দেয়ার সাথে সাথে সাপটি নড়াচড়া করলে প্রথমে বড় মাছ ভেবে আমার বড় ভাই ওসমানকে ডাক দিই। পরে চাইটি একটু ওপরে ওঠালেই বিশাল সাপটি আমাদের নজরে আসে। সেখান থেকে সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি।
স্থানীয় পাবেল জানান, এতো বড় সাপ আগে আমরা দেখিনি। এটা দেখার পর থেকে আমরা আতঙ্কে আছি।
উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘এটি পাহাড়ি সাপ। প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের অজগরটি সম্ভবত বন্যার সময় পানির সাথে এ এলাকায় চলে এসেছে। সাপটিকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের প্রাণি সংরক্ষণে দায়িত্বশীলদের সাথে আলোচনা করে এটিকে অবমুক্ত অথবা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরো বলেন, একটি সাপ যেহেতু আছে আরো থাকতে পারে। তবে সাপ বিষাক্ত না হওয়ায় ক্ষতির আশঙ্কা নেই। এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। কোনো বন্য প্রাণি ধরা বা হত্যা করা নিষিদ্ধ। সাপের খোঁজ পাওয়া গেলে বন বিভাগকে জানাতে হবে।
ইতোমধ্যে সাপটিকে ঢাকা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটিকে চট্টগ্রাম বন বিভাগে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।