বিল্ট-ইন ইয়ারবাডসহ চমক নিয়ে হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে বাজারে যেসব ইয়ারবাড প্রচলিত রয়েছে সেগুলো চালানোর জন্য সঙ্গে আলাদা কেসিং বহন করতে হয়। গ্রাহকদের এ কষ্ট কমাতে নতুন একটি উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। দ্য রেজিস্টারের তথ্যানুযায়ী, চীনের প্রযুক্তি জায়ান্টটি নতুন একটি ওয়াচ বাডস স্মার্টফোনের ধারণা দিয়েছে, যেখানে বিল্ট ইন ইয়ারবাডের পাশাপাশি ডায়ালের নিচে চার্জ দেয়ার সুবিধাও রয়েছে। খবর এনগ্যাজেট।

আনুষ্ঠানিকভাবে ওয়্যারেবল ডিভাইসটির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কেননা হুয়াওয়ে তাদের উইন্টার কনজিউমার লঞ্চ ইভেন্টের সময় আবারো পিছিয়েছে। তবে স্মার্টওয়াচে বিল্ট ইন ইয়ারবাড ও চার্জিং সুবিধার ডিজাইনটি কীভাবে কাজ করবে সে-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে।
স্মার্টওয়াচ
হুয়াওয়ে সেন্ট্রাল কিছু ছবি সংগ্রহ করেছে, যেখানে দেখা যায় ইয়ারবাডগুলো স্মার্টওয়াচের ডায়ালের নিচে সেট করা এবং ঘড়ি বন্ধ থাকলে সেগুলো চার্জ হতে থাকে। এ ডিজাইন অনেকটা জিটি সিরিজের স্মার্টওয়াচের মতো। বাহ্যিক অংশে স্টিলের কেস ও চামড়ার বেল্ট বা স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে হুয়াওয়ের নিজস্ব হারমনি ওএস দেয়া হয়েছে। যেহেতু ডিভাইসের বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি তাই এত বড় ব্যাটারি ব্যবহার করা হলেও আশ্চর্যজনক কিছু হবে না। কেননা এটি ঘড়ির পাশাপাশি ইয়ারবাডেও শক্তি সরবরাহ করবে।

কিউএসকিউটেকনোলজি একপি হ্যান্ডস অন ভিডিও প্রকাশ করেছে। যেখানে বলা হয়, ইয়ারবাডগুলো স্মার্টওয়াচে চুম্বকের সহায়তায় আটকে থাকে। প্রতিষ্ঠানটির অভিমত, ইয়ারবাডগুলো যে ডিজাইনে তৈরি করা হয়েছে সেটি দেখতে তেমন আরামদায়ক মনে হচ্ছে না।

হুয়াওয়ে টেকনোলজিসের পক্ষ থেকে কবে নাগাদ বাডসগুলো বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তা জানা যায়নি। এমনকি কোন দেশগুলোতে প্রথমে এটি পাওয়া যাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের অভিমত, নতুন এ ডিভাইস বাজারে এলে চার্জিং কেস হারানোর ভয় কাটবে।

বিশ্বের সবচেয়ে বড় সোলার টেলিস্কোপ গ্রুপ তৈরি করছে চীন, রয়েছে যত চমক