বিল ও মিলিন্ডা গেটসের বিয়ে বিচ্ছেদের ঘোষণার খবরটি এই মুহুর্তে বিশ্বে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন প্রেমের পর ১৯৯৪ সালে বিয়ে করেন এ দম্পতি। তাদের ২৭ বছরের সংসারে ফাটল দেখা দিয়েছে। এসবের মধ্যেই আলোচনায় এসেছে বিল গেটসের সাবেক প্রেমিকা অ্যান উইনব্ল্যাডের নাম। মার্কিন ধনকুবেরের বিয়ে বিচ্ছেদের কারণ হিসেবে সাবেক এ প্রেমিকাকেই দায়ী করছে।
ফক্সনিউজ জানিয়েছে, বছরে একটি সময় সাবেক প্রেমিকার সঙ্গে সময় কাটাতেন বিল গেটস। আর এর অনুমতি ছিল মেলিন্ডা গেটসের।সে সময়ই সাবেক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর বিষয়ে মেলিন্ডার সঙ্গে বিল গেটসের অদ্ভূত এক চুক্তি হয়েছিল।
১৯৯৭ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা টাইমস ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বছরে একটি ছুটির সময় সাবেক প্রেমিকার সঙ্গে তার পুরনো দিনের স্মৃতিগুলো শেয়ার করতেন। সেখানে তিনি জানিয়েছেন, মিলিন্ডাকে বিয়ের আগে তার সাবেক প্রেমিকার অনুমতি নিয়েছিলেন।
নর্থ ক্যারোলিনার বিচে তারা একান্ত সময় কাটাতেন, হাঁটাহাঁটি করতেন।কয়েক দশক তারা এভাবে বাৎসরিক ছুটি উপভোগ করতেন বলেও মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে।
গত সোমবার এক টুইট বার্তায় বিল গেটস এবং মেলিন্ডা গেটস তার ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। বিচ্ছেদের ঘোষণা দিতে গিয়ে তারা বলেন, আমরা যুগল হিসেবে আর পথ চলতে পারবো বলে আমাদের মনে হয় না। নিজেদের সম্পর্কের ওপর অনেক নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
এই দম্পতি ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন। নিজেদের বেশির ভাগ সম্পত্তিই তারা এই সংস্থায় বিনিয়োগ করেন। ২০২০ সালের হিসাব অনুযায়ী এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৫ হাজার ১০০ কোটি ডলার। এই দাতব্য প্রতিষ্ঠানটি দারিদ্র্য, রোগ-ব্যাধি এবং বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার। এই দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই হতবাক হয়ে গেছেন। তাদের দাম্পত্য জীবনে কখনও বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। বিভিন্ন সময় হাসি-খুশি ভাবেই এই দম্পতিকে এক সঙ্গে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।