গোপাল হালদার, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা নদীতে আরিফ হাওলাদার নামে এক জেলের জালে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পায়রাকুঞ্জ বাজারে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন তিনি।
আরিফ হাওলাদার বলেন, দুপুরে মাছ ধরার জন্য জাল ফেলি আর বিকাল সারে ৪টার দিকে যখন জাল তোলার চেষ্টা করি তখন জাল তুলতে আমার অনেক বেগ পেতে হয়েছে। এর আগেও ৭ কেজি ৫০০গ্রাম ও ৪ কেজি ৮০০ গ্রামের দুটি পাঙ্গাস পেয়েছিলাম।
খুচরা মাছ বিক্রেতা জালাল ফরাজি বলেন, দীর্ঘদিন পর নদীতে এতো বড় পাঙ্গাস পাওয়া গেল। মাছটি ১০০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমি ১০০ টাকায় ১০ টাকা হারে আড়ৎদারি খরচ পেয়েছি।
ক্রেতা আমিনুল ইসলাম রাসেল, আমি দীর্ঘদিন ধরে এরকম বড় মাছ খুঁজেছি কিন্তু আমার চাহিদা অনুযায়ী মাছটি ছোট হয়েছে তবুও আমি খুব আনন্দিত।
জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নদ-নদী অবৈধ জাল উদ্ধারের পাশাপাশি মাছের প্রজনন, বৃদ্ধি সহ মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া নদীতে পাঙ্গাসের পোনা যাতে বিশেষ ফাঁদ ব্যবহার করে শিকার করা না হয় সে জন্য জেলেদের সচেতন করার পাশাপাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কারণে নদীতে এখন পর্যাপ্ত পাঙ্গাশ মাছ ধরা পরছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।