জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের একটি মাছঘাটে বড় আকারের তিনটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৫ হাজার ৮৫০ টাকায়।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে মাছগুলো ডাকে বিক্রি করা হয়।
এদিন বিকেলে মাছগুলো মেঘনা নদীর মতিরহাট সংলগ্ন এলাকায় জেলেদের জালে ধরা পড়ে।
জেলে তাজল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে মেঘনা নদীতে জাল নিয়ে মাছ শিকারে নেমে পড়ি। সন্ধ্যা ৬টার দিকে বড় আকারের তিনটি মাছ জালে আটকা পড়ে। তিনটি মাছের একটির ওজন আড়াই কেজি হবে। বাকি দুটি দেড় কেজি করে তিন কেজি ওজন হবে।
তিনি বলেন, নদীতে মাছ শিকার করা আমাদের পেশা। চলতি মৌসুমে নদীতে মাছ কম। সাধারণত নদীতে জাটকা সাইজের মাছ বেশি ধরা পড়ে। তবে এতো বড় সাইজের মাছ এই প্রথম আমাদের জালে ধরা পড়লো। মাছগুলো মতিরহাট মাছ ঘাটে ডাকে উঠালে ৫ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। আমির হোসেন নামে এক মাছ ব্যাপারী মাছগুলো বাজারে বিক্রির উদ্দেশ্য ডাকে কিনে নিয়েছেন। বড় আকারে মাছ পেয়ে বেশ খুশি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।