জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর কাছাকাছি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
আজ (১১ ফেব্রুয়ারি) ভোরে হাসাড়া হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া।
এসময় গাড়ির চালক মোঃ শরিফুল ইসলাম(৩৪) ও হেলপার সজলকে (২২) আটক করা হয় এবং গাড়িটি (যশোর ট- ১১-৪৩৭১) জব্দ করা হয়।
এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।