বিনোদন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ ও তারকা নুসরাত জাহান। তিনি এখন মা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে পড়ল। বিশেষ অধ্যায় শুরু করার আগে থেকেই পাশে ছিলেন যশ দাশগুপ্ত।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে অন্তঃসত্ত্বা নুসরাত জানিয়েছিলেন, সন্তানের প্রসবের সময় তিনি পাশে চান যশকে। নুসরাতের সেই ইচ্ছেও তিনি পূরণ করেছেন। বিশেষ ক্ষণে নুসরাতের পাশে ছিলেন যশ।
বৃহস্পতিবার নুসরাত সন্তানের জন্ম দেওয়ার পরেই হাসপাতাল থেকে যশ বলেন, ‘যারা নুসরাতের শরীর নিয়ে দুশ্চিন্তা করছেন, তাঁদের জানাতে চাই, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।’
নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর রটে যাওয়ার আগেই টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রেম করছেন যশ, নুসরাত। সর্বসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, রাজস্থান ভ্রমণ থেকে জন্মদিন উদযাপন, কফি ডেট থেকে লাঞ্চ ডেট সবসময় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের দুজনকে। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি না দিলেও, একই সঙ্গে যে সময় কাটাচ্ছেন দুজনে, তা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি তাঁদের অনুরাগীদের।
নুসরাতের মা হওয়ার খবরে যেমন সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তেমনই অনুরাগীদের দাবি, এবার অন্তত যশের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করা উচিত নুসরাতের। এক মা হওয়ার সিদ্ধান্তকে সকলে কুর্নিশ জানালেও, সন্তানের বাবার পরিচয় জানতে উদগ্রীব সকলে। এমনকি নেট মাধ্যমে কেউ কেউ নুসরাত, যশ এবং সন্তানের একসঙ্গে ছবি দেখার আবদারও করেছেন। তথ্যসূত্র: আজকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।