স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়দের জাতীয় দল ছেড়ে নিয়মের জালে বাধা পড়ে ফিরতে হয়েছে নিজ নিজ ক্লাবে। সেখানে সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকাদের নানান ভাবে বরণ করে নিয়েছে তাদের ক্লাবগুলো।
গত ১৮ ডিসেম্বর শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। চমক জাগিয়ে ৩৬ বছর পরে শিরোপা নিজেদের ঘরে ফিরিয়েছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় তারকা লিওনেল মেসির দল।
বিশ্বকাপের পরে ছুটি কাটিয়ে নিজ নিজ ক্লাবে ফিরেছেন বিশ্বকাপ জয়ী তারকারা। সেখানে সবায় প্রায় ভিন্ন অনুভূতির সঙ্গে পরিচিত হয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অ্যাস্টন ভিলার সমর্থকরা। গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা দুলিয়ে তাকে অভিবাদন জানান ভক্তরা।
এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজ, ব্রাইটনে আলেক্সিস মাক আলিস্তার, টটেনহামে ক্রিস্টিয়ান রোমেরো পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। রোমেরোর হাতে তুলে দেয়া হয় বিশেষ স্মারক। বৃষ্টির মধ্যে লিসান্দ্রোকে জানানো হয় বিশেষ সম্মান।
আর দীর্ঘদিন পরে হুলিয়ান আলভারেজকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যানচেস্টার সিটির সতীর্থরা। যখন আলভারেজ সতীর্থদের সামনে হাজির হন, তখন সবাই মিলে সকালের নাস্তা করছিলেন। বিশ্বকাপ জয়ী তরুণকে দেখে সবায় খাবার রেখে নকল বিশ্বকাপ ট্রফি তৈরি করে স্বাগত জানান।
আর অন্যদিকে ফ্রান্সের ক্লাব পিএসজি তারকা লিওনেল মেসিকে বরণ করে রাজকীয় আদতে। মেসিকে সে সময়ে দেয়া হয় ‘গার্ড অব অনার’। অনুশীলনে নামার সময়েও বরণ করা হয়েছে ফুটবলের এই খুদে জাদুকরকে।
২০২২ সালের আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এই নিয়ে তিনবার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ম্যারাডোনা ও মেসির দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।