Advertisement
স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে যেমন পারফর্ম করেছেন, তেমনি বল হাতেও। বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব। যে ব্যাটটা দিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে খেলেছিলেন, সেই ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে আলোচনায় যুক্ত হন সাকিব। নিজের ভেরিফায়েড পেজ থেকে চলা লাইভেই সাকিব বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলার ঘোষণা দিয়েছেন।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয়ে করোনাভাইরাসে ফলে অসহায় সময় কাটানো দরিদ্রদের মাঝে। নিলামের বিস্তারিত জানা যাবে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ওয়েব সাইট থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।