স্পোর্টস ডেস্ক : অবশেষে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। আগামীকাল শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। তার আগের দিন মেলবোর্নে হয়েছে ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। ১৬ দেশের প্রতিনিধিই ছিলেন সেখানে। বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাওয়া সাকিব আল হাসানের কাছে অনুষ্ঠানের শেষদিকে সঞ্চালকের প্রশ্ন, কেমন হবে আপনাদের খেলার ধরণ?
টাইগার অধিনায়কের ভাষ্যে, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব।’
বাংলাদেশের অধিনায়কের মুখে এমন উত্তর শুনে বিস্ময় প্রকাশ করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। তখন সাকিব উত্তরে বলেন, ‘হ্যাঁ, যদিও আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি ১৫ বছর ধরে।’
নিজেদের মাটিতে বাংলাদেশকে খেলার জন্য তেমন আমন্ত্রণ করেনি অজি ক্রিকেট বোর্ডকে। দেশটিতে ২০০৩ সালে প্রথম পূর্ণ সফর করে বাংলাদেশ। তবে তখন টি-টোয়েন্টির চল ছিল না। পরবর্তীতে ২০০৮ সালে দেশটিতে সফর করলেও সেবার শুধু ওয়ানডে খেলেছিল দুই দল। আর সর্বশেষ ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপে অজিদের মাটিতে খেলা হয়েছিল টাইগারদের।
ত্রিশ মিনিট সময় দিয়ে জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি আজই বদলে ফেলুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।