স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন বাহিনীর সামনে দাঁড়াতেই পারেননি অ্যারন ফিঞ্চরা। এই ম্যাচেই অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের একটি ক্যাচ নিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন গ্লেন ফিলিপস। সোশ্যাল সাইটে তাকে রীতিমতো ‘সুপারম্যান’ উপাধি দেওয়া হয়েছে।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৮.২ ওভারে দলের রান যখন ৫০, তখনই দেখা যায় সেই অবিশ্বাস্য ক্যাচ। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলটি স্টয়নিসের ব্যাট ছুঁয়ে কাভারের দিকে উঠে যায়।
সেখানে কোনো ফিল্ডার না থাকায় সবাই ভেবেছিল অন্তত দুই রান হতে যাচ্ছে। কিন্তু কোথায় কী? ডিপ কাভার থেকে ছুটে আসেন ফিলিপস। সুপারম্যানের মতো বাঁ পাশে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন।
বিস্ময়ে হতবাক হয়ে যান স্টয়নিস। মাঠে থাকা প্রায় সবারই ঘটনাটা বিশ্বাস করতে কিছুটা সময় লেগেছে। ছুটন্ত অবস্থায় ফিলিপস যেভাবে নিজের শরীরটা হাওয়ায় ছুড়ে দিয়েছেন, তা অবিশ্বাস্য! মাটিতে পড়ার আগেই বল তার তালুতে জমা হয়ে যায়। ক্রিকইনফো তাই লিখেছে, ‘সুপারম্যান, তুমি ক্রিকেটও খেলো?’
Glenn Phillips is an unbelievable fielder. https://t.co/RQ3USCMyJc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2022
১৪ বলে ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন স্টয়নিস। সোশ্যাল সাইটে বলা হচ্ছে, এটাই হতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্যাচ।
বিশ্বকাপ খেলতে গিয়ে এবার মেলবোর্নের মসজিদে রিজওয়ানের বয়ান, ভিডিও ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।