স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে দারুণ সময় কাটিয়েছেন অনেক তারকা। আবার অনেকের কাছে অনেক বেশি প্রত্যাশা থাকলেও দলকে হতাশ করেছেন তারা। তেমনই হতাশা জনক পারফর্ম করা তারকাদের নিয়ে বিশ্বকাপের ব্যর্থদের একাদশ তৈরি করেছে ভারতীয় একটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের করা ব্যর্থদের একাদশে বাংলাদেশ থেকে আছেন সৌম্য সরকার। ৮ ম্যাচে এই তারকার রান ছিল মাত্র ১৬৬। এছাড়াও এই একাদশে আছেন রশিদ খান, রাবাদার মত তারকারা।
দেখুন তাদের করা বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেল কারা
১. ফখর জামান: ৮ ম্যাচে করেছেন ১৮৬ রান। ব্যাটিং গড় ২৩.২৫।
২. গাপটিল: ৯ ম্যাচে করেছেন ১৬৭ রান। গড় ১৮.৫৫।
৩. কুশাল মেন্ডিস: ৭ ম্যাচে করেছেন ১৪৩ রান। গড় ২০.৪২।
৪. ম্যাক্সওয়েল: ৯ ম্যাচে করেছেন ১৫৫ রান। গড় মাত্র ২২.১৪।
৫. সৌম্য সরকার: ৮ ম্যাচে করেছেন ১৬৬ রান। গড় ২০.৭৫।
৬. সরফরাজ আহমেদ: ৮ ম্যাচে করেছেন ১৪৩ রান। গড় ২৮.৬০।
৭. আন্দ্রে রাসেল: ৪ ম্যাচে করেছেন মাত্র ৩৬ রান। গড় ১৩। উইকেট নিয়েছেন ৫টি।
৮. ইসুরু উদানা: ৭ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৬টি।
৯. রশিদ খান: ৯ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৬টি।
১০. কুলদ্বিপ যাদব: ৭ ম্যাচে নিয়েছে ৬টি উইকেট।
১১. রাবাদা: ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।