স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে থাকতে পারে করোনাভাইরাসের (কোভিড-১৯) হানা, এ কারণে বিকল্প পথ তৈরি রাখছে আইসিসি। যেভাবেই হোক মূল পর্ব শেষ করতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। করোনাভাইরাস পরিস্থিতিতে কোন দলের খেলোয়াড় সংক্রমিত হলে সর্বনিম্ন ৯ জন নিয়েও নারী ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কোনও ভাবেই যেন টুর্নামেন্টে ব্যাঘাত না ঘটে, এজন্যই টুর্নামেন্টের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে আইসিসি।
আইসিসির হেড অব ইভেন্টের ক্রিস টেটলি বলেন, ‘কোভিড পরিস্থিতিতে আমাদের কিছুটা ছাড় দিতে হয়েছে। বিশ্বকাপের দলে বেশি ক্রিকেটার রাখতে পারবে দলগুলো। তবে মূল স্কোয়াড ১৫ জনেরই হবে। বাকিদের রিজার্ভ হিসাবে রাখা হবে। দরকার পড়লে তাদেরও মূল দলে অর্ন্তভুক্ত করা যাবে। টুর্নামেন্ট চলাকালীন কোন ক্রিকেটার কোভিড থেকে সুস্থ হয়ে উঠলে তাকেও দলে ফেরানো যাবে।’
টেটলি আরও বলেন, ‘যদি কোনও দলের পরিস্থিতি খুব খারাপ হয়, তবে প্রয়োজনে ৯ জনকে নিয়েও দল গড়া যাবে। সে ক্ষেত্রে তাদের ম্যানেজমেন্ট থেকে আরও দু’জনকে নেওয়া যাবে। ব্যাট-বল না করলেও ফিল্ডিং করতে পারবেন তারা। যাতে কোনও ভাবেই বিশ্বকাপে ব্যাঘাত না হয়, এজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এছাড়াও আইসিসির পক্ষ থেকে আরও একটি নতুন নিয়ম করা হয়েছে । সেটি হলো, কোন ম্যাচ টাই হলে, সেক্ষেত্রে আনলিমিটেড সুপার ওভারে ম্যাচের বিজয়ীকে নির্ধারন করা হবে এবং দলগুলোর জন্য করা প্রোটোকল নির্ধারন করা হবে।
আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে বসছে নারীদের বিশ^কাপ। ক্রাইস্টচার্চে ফাইনাল হবে ৩ এপ্রিল। আট দলের বিশ্বকাপে প্রতিটি দল প্রত্যকের সাথে একবার করে খেলবে। লিগে পর্ব শেষে সেরা সেরা চার দল সেমিফাইনালে খেলবে।
ওমিক্রনের প্রভাব পড়েছিল নারীদের বিশ্বকাপ বাছাই পর্বেও। শেষ পর্যন্ত র্যাংকিংয়ের উপর ভিত্তি করেই টুর্নামেন্টের শেষ তিন দল নির্ধারন করা হয়।
আসন্ন নারী বিশ^কাপেও করোনা হানা দিলে বাধ্য হয়ে সূচিতেও পরিবর্তন আনার ঘোষনা দিয়েছেন টেটলি।
তিনি বলেন, ‘প্রয়োজন হলে সম্ভব মতো আমরা সূচি পুনঃনির্ধারণ করবো। এটা স্পষ্ট যে, অনেকগুলো লজিস্টিক সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা দলগুলোকে সর্বাধিক নমনীয়তা দেখানোর জন্য বলবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।