অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গত ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়ে সবাই চমকে দিয়েছিল নাইজেরিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষ হেরেছে তারা। তারপরও নিউজিল্যান্ড ও সামোয়াকে ছিটকে দিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের টিকিট পেয়েছে নাইজেরিয়া।
প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। প্রথমবার এই আসরে খেলতে এসেই সুপার সিক্সে গেছে দলটি। যা তাদের দেশের ক্রিকেটের জন্য বড় একও মাইলফলক।
মূলত গ্রুপ ‘সি’তে থাকা দল সামোয়া তিন ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়ায় এক জয় নিয়েই সুপার সিক্সে উঠেছে নাইজেরিয়া। তাদের পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড। সামোয়া ১ পয়েন্ট নিয়ে তিনে আছে।
আসরে নাইজেরিয়ার প্রথম ম্যাচটিই পরিত্যাক্ত হয়েছিল। গত ১৮ জানুয়ারি সামোয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। সেখান থেকে পাওয়া ১ পয়েন্ট পরবর্তীতে বেশ কাজে লেগেছে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে নাইজেরিয়া। যা দেশটির ইতিহাসে বড় এক ঘটনা। কারণ আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে যেকোনো ধরনের ক্রিকেটে এটিই প্রথম জয়। ইতিহাস গড়া এই জয়ই তাদের জায়গা করে দেয় সুপার সিক্সে।
অবশ্য নাইজেরিয়া এর আগেও ক্রিকেটে একটি বিশ্বকাপে খেলেছিল। সেটিও ছিল বয়সভিত্তিক পর্যায়ে। ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তারা। মূল পর্বে হেরেছিল ৩ ম্যাচের ৩টিতেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।