স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের মহামারির কারণে বেশ কিছু সিদ্ধান্তে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বিশ্বকাপে প্রতিটি দলের স্কোয়াড নিয়ে। বিশ্বব্যাপী ভাইরাসের সংক্রমণ চলমান থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দলের বহরে অতিরিক্ত আরও সাতজন খেলোয়াড় কিংবা সাপোর্ট স্টাফ থাকতে পারবে বলে জানিয়েছে আইসিসি। যার মানে দাঁড়াচ্ছে, আসন্ন আসরটিতে প্রতিটি দলের বহর হবে ৩০ জনের।
এর আগে, গত বছর পুরুষ ও নারীদের সিনিয়র টুর্নামেন্টের জন্য স্কোয়াডের সংখ্যা ২৩ জনে সীমিত করেছিল সংস্থাটি। যেখানে ১৫ জন খেলোয়াড় ও আটজন স্টাফ। আর জুনিয়র ইভেন্টগুলোর জন্য তা ছিলো ২০ জনে।
তবে গতকাল বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে দলগুলো তাদের স্কোয়াড ১৫ থেকে সর্বোচ্চ ২২ জনের করতে পারবে কিংবা কোচিং স্টাফের সংখ্যা দলে বাড়াতে পারবে। ফলে টুর্নামেন্ট চলাকালীন কোনো ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হলেও তার পরিবর্তে তৎক্ষণাৎ বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবে দলগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।