স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার সঙ্গে হেরে এশিয়া কাপ থেকে কার্যত ছিটকে গেছে ভারত। হারের পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, আমরা এখন বিশ্বকাপের জন্য সব প্রস্তুতি নেব। বিশ্বকাপেই সবকিছুর জবাব দেব।
তিনি বলেন, আমাদের এ নিয়ে দুঃখ করার নেই। কারণ, বিশ্বকাপের পর থেকে পরপর দুই ম্যাচে এবার প্রথম হেরেছি। আমরা চেয়েছিলাম এশিয়া কাপে আমরা প্রবল চাপে পড়ি। আমাদের কাছে কিছু জবাব আছে, আপনারা চাইলে অনেক জবাব দিতে পারব।
ম্যাচে তৃতীয় বিশেষজ্ঞ পেসারের অভাব টের পেয়েছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার বলে লঙ্কান ব্যাটাররা রান পেতে থাকলেও তার পুরো কোটা শেষ করতে বাধ্য হয়েছেন রোহিত। কারণ হার্দিক ছাড়া দলে আর কোনো পেসার ছিল না।
এ বিষয়ে ভারত দলের অধিনায়ক বললেন, আমরা যখন বিভিন্ন দেশের সফরে যাচ্ছিলাম, তখন আমাদের দলে চারজন পেসার (তিন বিশেষজ্ঞ পেসার এবং হার্দিক) চিল। কিন্তু তিনজন পেসারকে খেলানো হলে কী হতে পারে, সেটাও আমরা পরখ করে নিতে চাইছিলাম। বিশ্বকাপের সময় আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি থাকতে চাই। হার্দিক দলে ফেরার পর থেকে আমরা সবসময় তিন (বিশেষজ্ঞ) পেসারের সঙ্গে খেলেছি। হার্দিক চতুর্থ পেসার হিসেবে খেলেছে। কিন্তু আমাদের সমস্ত বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমরা মোটামুটি ভালোভাবেই জানি যে আমাদের প্রথম একাদশ নিয়ে কীভাবে এগোতে হবে।’
রোহিত শর্মা বলেন, আমাদের শেষটা ছিল ভুলে ভরা। আমরা (সামর্থের চেয়ে) ১০-১৫ রান কম করেছি। ম্যাচে শ্রীলংকার নার্ভ আসলে অসম্ভব ভালো ছিল।
আর্শদীপের প্রশংসা করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আপনারা আরশদিপকে কৃতিত্ব দিতে পারেন, বের হয়ে যাওয়া ম্যাচ সে শেষ পর্যন্ত নিতে পেরেছে।
প্রসঙ্গত, এশিয়া কাপের সুপার ফোরে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান করে টিম ইন্ডিয়া। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে একবল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।