স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডে কাছে হেরেও কোনরকমে মূলপর্বে জায়গা করে নেয় টাইগাররা। অবশ্য মূলপর্বে ওঠার পরই ভক্ত সমর্থকদের হতাশ করে মাহমুদউল্লাহবাহীনি হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। টানা পাঁচ ম্যাচে হেরে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরে বাংলাদেশ দল।
বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খুঁজতে ২ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের গঠিত সেই তদন্ত কমিটিতে আছেন দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।
গঠিত এই কমিটি টাইগারদের ব্যর্থতার প্রধান কারণগুলো খুঁজে বের করে ক্রিকেট বোর্ডে প্রতিবেদন আকারে জমা দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।