স্পোর্টস ডেস্ক : গত এশিয়া কাপেও দর্শক হয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে চলমান বিশ্বকাপেও তার জায়গা পাওয়া নিয়ে ছিল সংশয়। মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভূক্তির জন্য এরপর আন্দোলনও করেছেন সমর্থকরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে রিয়াদ বুঝিয়ে দিয়েছেন– তিনি ফুরিয়ে যাননি। আর রিয়াদই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা পারফরমার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানে পরাজয়ে টানা চার ম্যাচে হারের মুখ দেখল টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে ধুঁকছে বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে নামেন এই মিডল অর্ডার ব্যাটার। ৬ নম্বরে ব্যাট করতে নেমে খাঁদের কিনারায় দাঁড়িয়ে দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন তারকা এই ব্যাটার। এই সেঞ্চুরি হাঁকানোর পথে বিশ্বকাপে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।
আজ সেঞ্চুরি হাঁকানো ইনিংস খেলার পথে নতুন এক মাইলফলকে পা রাখলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে ৮১৪। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২।
চলতি বিশ্বকাপে আগের ম্যাচে শেষদিকে নেমে যথাক্রমে দুই ইনিংসে করেছেন অপরাজিত ৪১ ও ৪৬ রান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ বলে ওয়ানডে বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন ডানহাতি এই ব্যাটার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি আগেই পেয়েছিলেন তিনি। প্রথম দুটিই ছিল তাঁর। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০১৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও তিনি। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এটি তার রেকর্ড তৃতীয় শতক। দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, একটি মুশফিকুর রহিমের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।