স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ছেলেদের ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে তিন নারী রেফারিকে। বৃহস্পতিবার জার্মানি-কোস্টা রিকার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা, ব্রাজিলের নেউজা বাক ও মেক্সিকোর কারেন দিয়াস। আর এ ম্যাচের মধ্যে দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়বেন তারা।
কাতারের আল বাইত স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
যেখানে অনফিল্ড রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন ফ্রাপা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
এর আগেও ছেলেদের শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন ফ্রাপা। ফ্রান্সের লিগ ওয়ান দিয়ে ছেলেদের ম্যাচ পরিচালনা শুরু করেন ৩৮ বছর বয়সী ফ্রাপা। এরপর উয়েফা চ্যাম্পিয়নশিপে প্রথম নারী রেফারি হিসেবে দেখা গেছে তাকে। বাকি ছিল বিশ্বকাপে ছেলেদের ম্যাচের দায়িত্ব পালন। অবশেষে সেটিও পূরণ করার পথে তিনি।
চলতি বিশ্বকাপে গত সপ্তাহেই ‘সি’ গ্রুপের পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচে চতুর্থ অফিসিয়াল রেফারি হিসেবে ছিলেন ফ্রাপা। ছেলেদের বিশ্বকাপ বাছাইয়েও কাজ করেছেন প্রথম নারী রেফারি হিসেবে। এবার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের মূল মঞ্চে।
এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।
বাঁচা-মরার লড়াইয়ের আগে মেসির স্ত্রীর স্ট্যাটাসে ‘অবিশ্বাস্য’ বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।