স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গেছে। প্রথম রাউন্ডের প্রস্তুতি ম্যাচগুলো সোমবারই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই। আগামী ১৬ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। প্রথম দিনে প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও নামিবিয়া।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ওপেনিং জুটির র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের অবস্থান তলানীতে। ১৬ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম। বাংলাদেশের পরে রয়েছে শুধু নামিবিয়া। আর তালিকার শীর্ষে পাকিস্তান।
গতবছর আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ১১ জন ভিন্ন ব্যাটসম্যান ও ১৩টি ভিন্ন উদ্বোধনী জুটি মাঠে নামতে দেখা গেছে। এ ফরম্যাটে দলের বাজে পারফরম্যান্সের প্রমাণটা যেন ওপেনিং জুটিই বয়ে বেড়াচ্ছে। এতটা অস্থিরতা আর কোনো দলে নেই।
এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে আরব আমিরাত সফর ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওপেনিং করেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যান হিসেবে তাদের র্যাং কিংকে বিবেচনা করেই আইসিসি এই তালিকা তৈরি করেছে।
আইসিসির সর্বশেষ (৬ অক্টোবর) প্রকাশিত র্যাং কিং অনুযায়ী টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান হিসেবে মিরাজ ১৫১ ও সাব্বির ৫৮৯ নম্বরে রয়েছেন। বাংলাদেশের নিচে রয়েছে শুধুমাত্র নামিবিয়া। তাদের দুই ওপেনার ডিভান লা কক ও মাইকেল ফন লিনগেনের এখনও আইসিসির র্যাং কিংই হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটির র্যাং কিং
১/ পাকিস্তান: বাবর আজম (র্যাং কিং-৩) ও মোহাম্মদ রিজওয়ান (র্যাং কিং- ১)
২/ ভারত: লোকেশ রাহুল (র্যাং কিং- ১৪) ও রোহিত শর্মা (র্যাং কিং- ১৬)
৩/ নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে (র্যাং কিং- ৭) ও মার্টিন গাপটিল (র্যাং কিং- ১০)
৪/ অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (র্যাং কিং- ৬) ও ডেভিড ওয়ার্নার (র্যাং কিং- ৪৮)
৫/ শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা (র্যাং কিং- ৮) ও কুশল মেন্ডিস (র্যাং কিং- ৫৬)
৬/ আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (র্যাং কিং- ১৮) ও হযরতউল্লাহ জাজাই (র্যাং কিং- ২১)
৭/ ইংল্যান্ড: জস বাটলার (র্যাং কিং- ২৬) ও অ্যালেক্স হেলস (র্যাং কিং- ১৬৬)
৮/ দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (র্যাং কিং- ১২) ও টেম্বা বাভুমা (র্যাং কিং- ৮৯)
৯/ আয়ারল্যান্ড: পল স্টারলিং (র্যাং কিং- ২৭) ও অ্যান্ডি ব্যালবার্নি (র্যাং কিং- ৪৯)
১০/ আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (র্যাং কিং- ৯) ও চিরাগ সুরি (র্যাং কিং- ৭৭)
১১/ ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং (র্যাং কিং- ১৯) ও কাইল মায়ার্স (র্যাং কিং- ৭৬)
১২/ স্কটল্যান্ড: জর্জ মুনসি (র্যাং কিং- ২৫) ও ক্যালাম ম্যাকলয়েড (র্যাং কিং- ৭৮)
১৩/ জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (র্যাং কিং- ৯৪) ও রেজিস চাকাভা (র্যাং কিং- ১০২)
১৪/ নেদারল্যান্ডস: ম্যাক্স ওদাউদ (র্যাং কিং- ৪৭) ও স্টিফেন মাইবার্গ (র্যাং কিং- ১৪৯)
১৫/ বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (র্যাং কিং- ১৫১) ও সাব্বির রহমান (র্যাং কিং- ৫৮৯)
১৬/ নামিবিয়া: ডিভান লা কক (র্যাং কিং- নেই) ও মাইকেল ফন লিনগেন (র্যাং কিং- নেই)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।