টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, হাতে আর এক মাসও নেই। যখন অংশগ্রহণকারী দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বৈঠক শেষে বাংলাদেশের অনুরোধ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তা।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। তবে এ প্রশ্নের উত্তর দিলেও সুর্নিদিষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। কৌশলী উত্তর দিয়েছেন সাইকিয়া।
এ প্রসঙ্গে দেবাজিৎ সাইকিয়া বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


