স্পোর্টস ডেস্ক: অবশেষে ওয়ানডে বিশ্বকাপের সূচান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের একশ দিনের ক্ষণগণনা শুরুর দিনে ঘোষণা করা হয় এবারের বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৩। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হবে সেখানেই।
মঙ্গলবার (২৭ জুন) আইসিসির পক্ষ থেকে ঘোষিত হয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। নয়াদিল্লিতে পাঁচ তারকা হোটেলে গৌরব কাপুরের সঞ্চালনায় শুরু হয় বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান। পরে তিনি মঞ্চে ডেকে নেন আইসিসির সিইও জিওফ ও বিসিসিআই সচিব জয় শাহকে।
বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিবে ১০টি দল। আগেই আটটি দল নির্ধারণ হয়ে গেছে। অপেক্ষা আরও দুইটি দলের। আট দল হলো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাই পর্ব শেষে জানা যাবে বাকি দুই দলের নাম।
ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউ জিল্যান্ডের। স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ১৫ অক্টোবর আহমাদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ও হাইভোল্টেজ ম্যাচ, ভারত-পাকিস্তানের ম্যাচ।
১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমাদাবাদে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।