
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার সম্ভবনা দেখছেন মুশফিকুর রহিম। তবে এর জন্য দলের সাম্প্রতিক পারফরম্যান্স ধরে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। তার মতে, শেষ কয়েকটি সিরিজের মতো দলগতভাবে খেলতে পারলে অনেকদূর যাবে টাইগাররা।
আজ শুক্রবার এক অনুষ্ঠানে এসে মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ এমন একটা খেলা, যেখানে ধারাবাহিকতা ধরে রাখাটাও কঠিন এবং ফল বলাও কঠিন। এমন একটা সংস্করণ যে কোনো দিন যে দল ভালো করবে তারাই জিততে পারে।’
মুশফিক বলেন, ‘আমাদের প্রথমে কোয়ালিফাই করতে হবে। যারা দল আছে সবগুলোই প্রায় একই। আমরা সর্বশেষ সিরিজগুলোতে দল হিসেবে ভালো করেছি। সেটি যদি ধরে রাখতে পারি আমরা অনেকদূর যাব।’
মূল মঞ্চে লড়াইয়ের আগে কোয়ালিফাই, তাতে চ্যালেঞ্জ দেখছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘যেকোনো ওয়ার্ল্ড কাপ খেলার আগে যদি কোয়ালিফাই নামে কিছুটা থাকে তাহলে তো চ্যালেঞ্জ। যেখানে বাংলাদেশ আইসিসির কয়েকটি টুর্নামেন্টে ভালো করেছে। টি–টোয়েন্টিতেও ভালো করেছি। এই মাসটা বাদ দিলে চার–পাঁচ মাস ক্রিকেটে ছিলাম। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ওমানে একটা ক্যাম্প আছে।’
‘এটাই সঠিক সময় বিশ্বকাপে ভালো করার। শেষ সিরিজগুলোতে আমরা ভালো করেছি। দল হিসেবে খেলতে পারলে মোমেন্টাম আমাদের পক্ষে আসবে’ যোগ করেন এ টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


