স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে মাত্র চার উইকেট হারিয়েই নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য ৫.৫ ওভার হাতে রেখেই টপকে গেছে জুনিয়র টাইগাররা। জয় করেছেন ঠিক ১০০ রান। ইতিহাস ইতোমধ্যে করে ফেলেছেন জয়রা। এবার হাতছানি দিচ্ছে অমরত্ব, তৈরি হচ্ছে প্রথমবারের মত যুব বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যারা প্রথমবারের মতো দেশকে এই ট্রফি এনে দেবেন, তাদেরকে কী কেউ ভুলবে কখনো!
এর আগে, যুব বিশ্বকাপে নিজেদের অসাধারণ পারফরম্যান্স ধরে রেখেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্লেয়াররা। আজ বিশ্বকাপের সেমিফাইনালে টাইগার যুবাদের বোলিং তোপে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২১১ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ডের তরুণ তুর্কিরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ, শামিম হোসেন এবং শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন হুইলার গ্রিনাল। এছাড়া, টাইগার বোলারদের মধ্যে রাকিবুল ও মুরাদ দুইজন বল করেছেন দুর্দান্ত, রান দিয়েছেন ওভারপ্রতি সাড়ে তিনেরও কম।
ম্যাচের শুরুতেই টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। শুরু থেকেই আঁটসাঁট বল করে কিউইদের চেপে ধরেন হাসান মুরাদ ও শরিফুল। দ্বিতীয় ওভারেই ওপেনার মারিউকে হারায় নিউজিল্যান্ড। অন্য ওপেনার হোয়াইটও ফিরে যান দলীয় ৩১ রানে। প্রথম ৪০ ওভারে মাত্র ১৩৬ রান তোলে নিউজিল্যান্ড। তবে শেষ দশ ওভারে বাড়ে রানের গতি। শেষ দশ ওভারে ৭৫ তুলে শেষ পর্যন্ত ২১১ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ডের যুবারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।