স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালে ফিফা বিশ্বকাপের শততম আসরটি যৌথভাবে আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি। এ ব্যাপারে দেশ চারটির প্রেসিডেন্টরা আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
২০৩০ সালেই পূর্ণ হবে ফিফা বিশ্বকাপের শততম বর্ষ। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরটিও বসেছিল দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে। বিশ্বকাপের একশ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশগুলো।
আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের শহর সান্তা ফেতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস বিশ্বকাপ আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে পর্তুগাল, স্পেন ও মরক্কোও ইচ্ছা প্রকাশ করেছে।
এদিকে, আগামী ২০২২ ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে কাতার। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।