স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চের পর এবার মেলবোর্নের মসজিদে বয়ান দিয়ে ভাইরাল হলেন টি-টোয়েন্টি শীর্ষ ব্যাটার পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে মাঠে নামার আগে ইসলামের দাওয়াত দিচ্ছেন ধর্মভীরু এ ক্রিকেটার। এর আগে খেলা চলাকালীন বিভিন্ন সময় মাঠেই নামাজ আদায় করতে দেখা গেছে এ ওপেনারকে।
বিশ্বকাপের মূল আসর যখন দরজায় কড়া নাড়ছে তখন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ভাইরাল ভিন্ন কারণে। সম্প্রতি মেলবোর্নের এক মসজিদে বয়ান দিতে দেখা যায় এই ব্যাটারকে। সেখানদের মুসলিমদের উদ্দেশ্যে ধর্মপোদেশ দেন এ ব্যাটার। এ সময় তিনি স্মরণ করেন পরকালের কথা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করার আহ্বান জানান উপস্থিত মুসল্লীদের।
গত শুক্রবার (২১ অক্টোবর) পাকিস্তানের দৈনিক ডেইলি পাকিস্তান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
বর্তমানের পাকিস্তানের ব্যাটিংয়ের বড় দুই শক্তি অধিনায়ক বাবর আজম ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান। কখনো ব্যাট হাতে দলের কান্ডারি হন বাবর তো আবার রিজওয়ান। ২২ গজে নামলেই রিজওয়ান খেলছেন বড় বড় ইনিংস। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অন্যতম ভরসা এই তারকা।
খেলা চলাকালীন বিভিন্ন সময় মাঠেই নামাজ আদায় করতে দেখা গেছে এ ওপেনারকে। যেখানেই যান সবসময় স্মরণ করেন সৃষ্টিকর্তাকে। সবশেষ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদেও বয়ান দিতে দেখা গেছে রিজওয়ানকে।
সেখানকার মুসলিমদের ধর্ম পালন নিয়ে বেশ কিছু উপদেশ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে দর্শক প্রশংসা কুড়ান এই তারকা। ব্যাট হাতে ২২ গজে ঝড় তুললেও অন্য কারণে এবার দর্শকদের হৃদয় ছুঁয়েছেন রিজওয়ান। দলের সঙ্গে যেখানেই পাড়ি দিচ্ছেন সেখানকার মুসলিমদের ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন এ ক্রিকেটার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উইকেটরক্ষক ব্যাটার মানুষকে সরল পথ অনুসরণ করতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানাচ্ছেন।
پاکستان کرکٹ ٹیم کے سُپر سٹار محمد رضوان میلبورن کی مسجد میں تبلیغ کرتے ھوئے .ماشااللّہ @iMRizwanPak #T20WorldCup #australia pic.twitter.com/3Y1AhI4vc3
— Abdul Rehman Raza (@abdulrehmanraza) October 20, 2022
একদিকে রানের ফোয়ারা অপরদিকে ইসলাম প্রচার সমর্থকদের ভালোবাসায় প্রতিনিয়ত এখন প্রশংসার জোয়ারে ভাসছেন মোহাম্মদ রিজওয়ান।
প্রথম ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিল নিউজিল্যান্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।