স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন, কোহলির মধ্যে নিজস্বতা বলতে কিছু নেই। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা দলে আছেন বলেই কোহলির অধিনায়কত্ত্বের দুর্বলতা ফুটে ওঠছে না।
মঙ্গলবার ভারতীয় নাইন টিভিকে দেয়া এক সাক্ষাতকারে গৌতম গম্ভীর এসব কথা বলেন
চলতি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে অসাধারণ খেলে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় ভারত।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সাবেক তারকা ক্রিকেটার গম্ভীর বলেন, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা দলে থাকার কারণেই কেবল বিরাট কোহলি ভালো অধিনায়ক।
গম্ভীর আরও বলেন, আপনি যদি কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলেন, সে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেও দলকে আইপিএল শিরোপা উপহার দিতে পারেনি। আইপিএলের অধিকাংশ আসরে তার দল আরসিবি আট নম্বরে গিয়ে শেষ করেছে।
প্রসঙ্গত, ভারতের হয়ে ৫৮টি ওয়ানডে, ১৪৭টি টেস্ট এবং ৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০ সেঞ্চুরিতে ১০ হাজার ৩২৪ রান সংগ্রহ করেন গৌতম গম্ভীর।
ক্রিকেট ছেড়ে সম্প্রতি রাজনীতিতে জড়িয়ে যান গৌতম গম্ভীর। ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির মনোনয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।
সূত্র: ক্রিকটেকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।