Advertisement
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির দিনে হাসপাতালে ভর্তি হলেন শচীন টেন্ডুলকার। গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সপ্তাহ না পেরোতেই শুক্রবার (০২ এপ্রিল) হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানালেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন টেন্ডুলকার। তবে, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বলেও নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর।
বিশ্বকাপ বিজয়ের এমন আনন্দের দিনে, হাসপাতালে যেতে হওয়ায় হতাশা প্রকাশ করলেও, দ্রুতই আবার মাঠে ফিরে আসবেন বলে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন শচীন টেন্ডুলকার।
এ মাসের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন তিনি। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক হয় শচীনের। ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।