স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল। চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকদের প্রশংসায় ভাসছেন আকবর আলীরা। অভিনন্দন জানাচ্ছেন বিদেশি তারকা ক্রিকেটাররাও।
সেই তালিকায় রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের কাছে উত্তরসূরিরা হারলেও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি হরভজন সিং, ইরফান পাঠানরা। সোশ্যাল মিডিয়া টুইটারে টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছেন তারা।
টার্বুনেটরখ্যাত ভারতের সাবেক অফস্পিনার হরভজন লিখেছেন– এটি দারুণ ফাইনাল ছিল। শিরোপা জেতার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতীয় যুবাদের মন খারাপ করার দরকার নেই। চ্যাম্পিয়নের মতোই খেলেছে তারা।
ভারতের সাবেক সুইং মাস্টার ইরফান লিখেছেন– অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এ জয়টি দেশটির ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারতও ভালো খেলেছে।
পাকিস্তানি সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ লিখেছেন, ‘বড় অর্জনের জন্য অভিনন্দন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
খ্যাতিমান কোচ টম মুডি লিখেছেন, ‘বাংলাদেশের জন্য স্মরণীয় মুহূর্ত। এই জয় তাদের প্রাপ্য। তারা ভবিষ্যতের তারকা।’
উল্লেখ্য রোববার (০৯ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ২৩ বল হাতে রেখেই তিন উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারত ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পারে ১৭৭ রান। জবাবে ব্যাট করে ৪২.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।
এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে স্বপ্নের ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।