স্পোর্টস ডেস্ক : ২০২২ টি-২০ বিশ্বকাপের আসর ইতিমধ্যেই বসে গিয়েছে। কিন্তু, টিম ইন্ডিয়ার আকাশে দুশ্চিন্তার কালো মেঘ এখনও দেখতে পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচে খেলার সুযোগ পেলেন না ঋষভ পন্থ। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটকিপার-ব্যাটারের একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। দেখা গিয়েছে, ঋষভের পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখা আছে। এই ছবিটা প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ঋষভের চোট নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বোর্ডের পক্ষ থেকে পন্থের এই চোটের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার সময়েই দেখা যায় যে ঋষভ মাঠের বাইরে বসে রয়েছেন। সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে পন্থ কথা বললেও তাঁর পায়ে যে একটা মোটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে, সেটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল।
এই ছবিটা সামনে আসতেই যে যার নিজের মতো করে অনুমান করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি দাবিও করা হয়। যদিও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পরবর্তী অনুশীলন ম্যাচে ঋষভ পন্থকে খেলানো হয় কি না, এখন সেইদিকেই নজর থাকবে।
Moeen Ali having a chat with Indian players. pic.twitter.com/5Rgm90KK6J
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 17, 2022
ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াডে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ দুজনেই সুযোগ পেয়েছেন। এবার দেখার বিষয় এটাই যে পাকিস্তানের বিরুদ্ধে এই দুই ক্রিকেটারের মধ্যে কাকে শেষপর্যন্ত সুযোগ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সোমবার প্রথম অনুশীলন ম্যাচ খেলেছে। এই ম্যাচে দীনেশ কার্তিককে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে কাকে সুযোগ দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রথম অনুশীলন ম্যাচের কথা যদি বলতে হয়, তাহলে টিম ইন্ডিয়া এই ম্যাচে ৬ রানে জয়লাভ করেছে।
ভারতীয় ক্রিকেট দল – রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সামি।
স্ট্যান্ডবাই ক্রিকেটার – শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর।
পাকিস্তান ক্রিকেট দল – বাবর আজম, শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনেন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ফখর জামান।
স্ট্যান্ডবাই ক্রিকেটার – মহম্মদ হ্যারিস, উসমান কাদির এবং শাহনাওয়াজ দাহানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।