স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনাল। উত্তেজনার কমতি নেই। তারওপর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশ। দুদেশের ক্রিকেটীয় উত্তেজনার পারদটা বিস্ফোরিত হলো ফাইনালের দ্বিতীয় ওভারেই। পেসার তানজিম হাসান সাকিব ছিলেন বোলার। ওভারের দ্বিতীয় বলটি সোজাসুজি ড্রাইভ করেন ওপেনার সাক্সেনা। বল চলে আসে সরাসরি বোলার সাকিবের হাতে। বল ধরেই স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প বরাবর থ্রো করেন সাকিব। কিন্তু স্ট্যাম্পে না লেগে বল কিছুটা উপর দিয়ে সাক্সেনার শরীরে বাতাস দিয়ে চলে যায়।
ক্ষিপ্ত হয়ে রুখে দাঁড়ান সাক্সেনা। কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন সাকিবও। পরিস্থিতি বেশি ঘোলাটে হওয়ার আগেই আম্পায়ার মধ্যস্থতা করতে চলে আসেন। সাকিবকে বুঝি-শুনিয়ে আবারো বল করতে পাঠান। এই ঘটনার পর সাক্সেনা অবশ্য বেশিদূর যেতে পারেননি। অভিষেক দাসের শিকারে পরিণত হয়ে তিনি ফেরেন মাত্র ২ রানে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।