স্পোর্টস ডেস্ক: আগামী মাসে এস্তোনিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ওয়েলস বস রবার্ট পেজ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বেল হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।
গত ৮ সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ওয়েলসের গোলশুন্য ড্রয়ের ম্যাচটি খেলে রিয়াল মাদ্রিদে ফিরে আসার পর ইনজুরিতে পড়লে তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন বেল। অধিনায়কের আগামী দুই ম্যাচে অনুপস্থিতি ওয়েলসের জন্য অনেক বড় একটি ধাক্কা। যদিও নভেম্বরে বেলারুস ও বেলজিয়ামের বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে বেলের খেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পেজ। এ সম্পর্কে পেজ বলেন, ‘বেল চতুর্থ গ্রেডের কাছাকাছি ইনজুরিতে পড়েছেন। সে কারনে বিষয়টি কিছুটা গুরুতর। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। এখনই আসলে পুরো বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছেনা। তবে ধারনা করা হচ্ছে নভেম্বরের অনুশীলন ক্যাম্পে আমরা তাকে ফিরে পাব। আশার কথা হচ্ছে প্রত্যাশার তুলনায় দ্রুতই সে সুস্থ হয়ে উঠছে। নভেম্বরে তাকে দলে পাবার ব্যপারে আমরা অনেকটাই নিশ্চিত।’
রিয়াল মাদ্রিদে বেলের আট বছরের ক্যারিয়ার প্রায়ই ইনজুরির কারনে বাঁধাগ্রস্থ হয়েছে। সম্প্রতি নিয়মিতই তিনি দলের বাইরে থাকছেন।
গত মাসের বাছাইপর্ব মিস করা জুভেন্টাস মিডফিল্ডার এ্যারন রামসেকে ৮ অক্টোবর চেক প্রজাতন্ত্র ও তিনদিন পর এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৮ সদস্যের দলে ডাকা হয়েছে। বেলের অনুপস্থিতিতে ৩০ বছর বয়সী রামসের উপর হয়তোবা অধিনায়কের দায়িত্ব পড়তে পারে।
চার ম্যাচের ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বেলজিয়ামের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েলস। যদিও দ্বিতীয় স্থানে থাকা চেকদের সাথে তাদের পয়েন্ট সমান। প্রতিটি গ্রুপের শীর্ষ দল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে, দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে-অফ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।