দোহায় অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে পর্তুগালের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও কিশোররা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ইতালির মুখোমুখি হবে তারা।

অ্যাস্পায়ার জোনে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। গোল না এলেও দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে তীব্র লড়াই হয়। ব্রাজিল নেয় ১২টি শট, পর্তুগাল ৯টি। দুই গোলরক্ষক—ব্রাজিলের জোয়াও পেদ্রো এবং পর্তুগালের রোমারিও কুনিয়া—বার বার গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচিয়ে রাখেন।
কঠিন ট্যাকল এবং রেফারির হস্তক্ষেপে ম্যাচটিতে দেখা যায় মোট সাতটি হলুদ কার্ড—পর্তুগাল চারটি, ব্রাজিল তিনটি। ব্রাজিলের মিডফিল্ডার জে লুকাসের প্রতি দেখানো একটি কার্ডকে ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকে; রিপ্লেতে দেখা যায় তিনি বল টার্গেট করেই ট্যাকল করেছিলেন।
টাইব্রেকারেও উত্তেজনা তুঙ্গে ওঠে। প্রথম পাঁচ শটে দুই দলই শতভাগ সফল হওয়ায় ম্যাচ গড়ায় ‘অলটারনেটিভ সাডেন ডেথ’-এ। সেখানে ব্রাজিলের একটি শট ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক কুনিয়া, আর তাদের ষষ্ঠ শট জালে জড়াতেই নিশ্চিত হয় ফাইনালের টিকিট। বৃহস্পতিবার দুপুর ১টায় শিরোপার লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।
তবে ব্যর্থতার মধ্যেও পাওয়া গেছে আশার আলো। ব্রাজিল দলে উঠে এসেছে বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ফুটবলার। বিশেষ করে স্ট্রাইকার ডেল, যাকে ব্রাজিলিয়ান মিডিয়া ডাকছে ‘হালান্ড অব দ্য সেরতাঁও’। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড কোয়ার্টার–ফাইনালে মরক্কোর বিপক্ষে দলকে জেতানো দুই গোল করেছিল এবং সেমিফাইনালের টাইব্রেকারেও ছিল নিখুঁত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



