বিশ্বকাপ শেষে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

সেমিতে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিতলেই সেমিফাইনাল। বাংলাদেশ-পাকিস্তান উভয় দলের সামনেই ছিল এমন সমীকরণ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাবর আজমের দল। আর তিন পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। এখানেই শেষ নয়। ম্যাচ শেষে বাংলাদেশ পেয়েছে আরেকটি দুঃসংবাদ। একই দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তানও।

পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে ২০২৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে ‘বাছাই পর্বে’ খেলতে হবে বাংলাদেশকে। যে আসরটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বাছাইপর্বে শুধু বাংলাদেশ নয় খেলতে হবে আফগানিস্তানকেও। তবে বাছাই পর্বে খেলতে হবে না শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে।
সেমিতে যেতে পারে বাংলাদেশ
গত ৩১ মে এক বিবৃতিতে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন বাছাই পদ্ধতির বিষয়টি জানায় আইসিসি। সেখানে বলা হয়, আগামী বিশ্বকাপের ১২ দলের আটটি নির্ধারিত হবে সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে। সেখানের শীর্ষ চার, চার আটটি দল খেলবে সরাসরি। সঙ্গে যোগ দেবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর এর পরের দুই দল নির্ধারিত হবে ১৪ নভেম্বর। সেদিন এই দলগুলোর বাইরে শীর্ষ দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

চলতি আসরে বাংলাদেশের যাত্রাটা খারাপ হলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় টাইগাররা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস ও তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নেয়। এতে করে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতে থাকে টাইগার সাপোর্টাররা। চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে ভারতের কাছে ৫ রানে পরাজয়বরণ করতে হয় বাংলাদেশকে।

অন্যদিকে আফগানিস্তান বিশ্বকাপের ৫ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে। যদিও তা বৃষ্টির কল্যাণে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বলে হার দেখতে হয় আফগানদের।

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার গ্রেফতার