ফিফা নারী ফুটসাল বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের মানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা তুলে নেয় ব্রাজিলের নারীরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দলটি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধে অন টার্গেটে ৮টি শট নেয় তারা, যার মধ্যে একটি গোল আসে ৯ মিনিট ৪৬ সেকেন্ডে—দলকে এগিয়ে দেন এমিলি। পর্তুগালও প্রথমার্ধে অন টার্গেটে ৪টি শট নিলেও গোল পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করে ব্রাজিল। ম্যাচের ২২ মিনিট ২৫ সেকেন্ডে গোল করেন আমানদিনহা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল, কিন্তু ব্রাজিলের রক্ষণভাগে এসে থেমে যায় তাদের সব প্রচেষ্টা। উল্টো ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে দেবরা ভেনিন তৃতীয় গোলটি করে জয়ের সিলমোহর দেন।
পুরো ম্যাচে ৩৮টি শট নেয় ব্রাজিল, যার ১৬টি ছিল অন টার্গেটে। বিপরীতে পর্তুগাল নেয় ১৯টি শট, অন টার্গেটে ছিল ৭টি। কর্নারেও এগিয়ে ছিল ব্রাজিল (১১), পর্তুগাল পায় ৬টি।
সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে পর্তুগাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় স্পেন। টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতেছেন ব্রাজিলের এমিলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



