আন্তর্জাতিক ডেস্ক : একদিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬ হাজার ৬৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এফপি জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ইঙ্গিত হিসেবে জি সেভেনের বার্ষিক সম্মেলন আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরপরই ডব্লিউএইচও এই সংখ্যা প্রকাশ করেছে। জেনেভা সদর দপ্তরে এদিন এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, নতুন আক্রান্তদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই হচ্ছে চারটি দেশে। এই মহামারীটি নিয়ন্ত্রণে আমাদের এখনও অনেক দীর্ঘ পথ বাকি আছে।
একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডে দেখা গেছে, শুধু যুক্তরাষ্ট্রেই নতুন আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ২৫১ জন। তারপরে আছে রাশিয়া, যেখানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬১ জন। এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। এমন পরিস্থিতি ডব্লিউএইচও’র প্রধান মাঝারি এবং নিম্ন আয়ের দেশগুলোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।