প্রথমে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ের ইনিংসের ৪৯তম ওভারে জোড়া আঘাত হেনেছেন শাহাদাত হোসেন। তরুণ এ স্পিনারের বোলিং কারিশমায় ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ১৪৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ২১৬।
জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ জেতা পাঁচ তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে। এই পাঁচজনের মধ্যে এখন পর্যন্ত পেসার শরিফুল ইসলাম ও অলরাউন্ডার শাহাদাত হোসেনের সামনে বেশ ভুগেছে জিম্বাবুয়ে।
স্পিনার শাহাদত হোসেন ১৬ রান খরচ করে তুলে নিয়েছেন প্রতিপক্ষের তিন উইকেট। দুর্দান্ত বোলিং করা শরিফুল ইসলাম নিয়েছেন একটি। আর বাকি উইকেটটি পেয়েছেন পার্টটাইম স্পিনার আল-আমিন।
এর মধ্যেও ফিফটি পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় মাঠ ছেড়েছিলেন জিম্বাবুয়ান ওপেনার কেভিন কাসুজা। পরে দলের বিপর্যয়ে আবারও ব্যাট করতে নেমে রান আউটের ফাঁদে পড়েন এই তরুণ ওপেনার। ১৩০ বলে ১২ চারে ৭০ রান করে ফেরেন কাসুজা। অপর ওপেনার প্রিন্স মাসভাউরে ৪৫ রান করে আউট হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।