বিশ্ববাজারে সোনার দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে। সপ্তাহ শেষের আগেই বর্তমান মূল্যের চেয়ে তা আরও বেড়ে পারে। ।
স্থানীয় সময় মঙ্গলবার (০৭ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বিশ্ববাজারে সোনার দাম ছিল অস্থির। এ দিন স্পট মার্কেটে সেশনের শুরুতে এর দাম রেকর্ড ৩ হাজার ৯৬৯ দশমিক ৯১ ডলারে পৌঁছায়। অবশ্য পরে তা কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬ দশমিক ১৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৬ দশমিক ৩০ ডলারে।
স্বাভাবিক চোখে স্পট মার্কেটে সোনার দাম কমলেও তা গনণায় আসছে না। কারণ এ সপ্তাহে ইতিহাসে প্রথমবার সোনার দাম ছুঁয়েছে ৩ হাজার ৯৫০ ডলারে। সপ্তাহ শেষের আগেই বর্তমান মূল্য তা থেকেও বেড়ে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ক্রমবর্ধমান প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।