আন্তর্জাতিক ডেস্ক : প্রাতিষ্ঠানিক ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ায় বিশ্ববাজারে বেড়ে চলেছে মূল্যবান ধাতু সোনার দাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সাল নাগাদ স্পট সোনার দাম প্রতি আউন্স চার হাজার ডলারে উঠতে পারে।
প্রতিষ্ঠানটির মতে, যুক্তরাষ্ট্র মন্দায় পড়তে পারে এ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পাশাপাশি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ছে। বিশেষত এসব কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোও সোনার মজুদ বাড়াচ্ছে, এতে দাম বাড়ছে মূল্যবান ধাতুর।
এক মার্কেট নোটে বিনিয়োগ প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স তিন হাজার ৬৭৫ ডলারে উঠতে পারে। বছরের শুরু থেকে এ পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩২ শতাংশ, যা আগের রেকর্ড ২৮ শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার প্রথমবারের মতো স্পট সোনা প্রতি আউন্স তিন হাজার ৫০০ ডলারে উঠেছে। যদিও পরবর্তী সময়ে দাম কিছুটা কমে গতকাল প্রতি আউন্স হয়েছে তিন হাজার ৩১৮ ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে এক হাজার ৪৫ মেট্রিক টন সোনা যুক্ত করেছে। এই ক্রয় ২০২৫ সালেও অব্যাহত রয়েছে। জেপি মরগ্যান বলছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে এ বছরের প্রতি প্রান্তিকে সোনার গড় চাহিদা থাকবে প্রায় ৭১০ টন। সোনার পাশাপাশি রুপার দামও বাড়বে। বছরের দ্বিতীয় ভাগে রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৩৯ ডলারে উঠতে পারে।
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল আউন্সপ্রতি তিন হাজার ৩০০ ডলার। শুধু তা-ই নয়, তারা বলছে, সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৬৫০ ডলার থেকে তিন হাজার ৯৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি বলেছেন, ‘চলমান ভূ-অর্থনৈতিক সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষ নিজেদের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে শঙ্কিত।
এই পরিস্থিতিতে মানুষ নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার দিকে ঝুঁকছেন এবং সে কারণে সোনার দাম বাড়ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।