শাওমি এমন একটি স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছে যেখানে একটি পূর্ণ আকারের ক্যামেরা লেন্স সংযুক্ত করা সম্ভব। এ ধরনের নয়া ইনোভেশন শাওমির আগে অন্য কোন স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে আসতে পারেনি।
মনে করা হচ্ছে শাওমির এ ডিভাইসটি ১২এস আলট্রা স্মার্টফোনের নতুন ভার্সন। এ হ্যান্ডসেটে লাইকা ব্র্র্যান্ডের নির্দিষ্ট ভার্সন এর লেন্স সাপোর্ট করবে। শাওমি তাদের ১২ এস, ১২ এস প্রো ও ১২এস আলট্রা স্মার্টফোনে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করেছে।
আসলে শাওমি গবেষণার মাধ্যমে দেখতে চাইছে যে একটি ক্যামেরা যেসব ফিচার অফার করে তা স্মার্টফোনের লেন্সের মাধ্যমে সম্ভব কিনা। একটি পূর্ণ আকারের ক্যামেরা লেন্স মোবাইলে ব্যবহার করা যাবে। এই আইডিয়া আগ্রহী ক্রেতারা অনেক পছন্দ করেছেন।
শাওমি মনে করছে যে, এ নতুন আইডিয়ার বাস্তবায়ন করা সম্ভব হলে ক্যামেরা এবং স্মার্টফোনের মধ্যে দূরত্ব কমে আসবে। মডিফাই করা এই স্মার্টফোনে দুইটি এক ইঞ্চি সেন্সর ব্যবহার করবে। যদিও ট্র্যাডিশনাল স্মার্টফোনে মাত্র একটি সেন্সর ব্যবহার করা হয়।
বড় লেন্স দিয়ে বাইরের সমস্ত আলো ক্যামেরার মধ্যে প্রবেশ করানো সম্ভব। এর ফলে ছবি আগের থেকে অনেক স্পষ্ট দেখা যাবে। লাইকা ব্র্যান্ড এ নিয়ে কাজ করছে।
শাওমি জানিয়েছে যে, তারা এ আইডিয়া টেস্ট করে দেখেছেন এবং সফল হয়েছেন। লাইকা ব্র্যান্ডের এম সিরিজের লেন্স স্মার্টফোনের সাথে খাপ খাইতে পারছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের গঠন এবং লেন্সের হোল্ডার এর মধ্যে যেন সমন্বয় ঘটানো যায়।
পরবর্তী সময়ে যেন সব ধরনের লেন্স স্মার্টফোনটির সাথে যোগ করা যায় সে পদক্ষেপ হাতে নিয়েছে শাওমি। মডিউলের সাথে লেন্সটি বসানো গেলে সাথে সাথেই ছবি তোলা সম্ভব হবে।
শাওমি যেকোনো সময় মডিফাই করা এই স্মার্টফোন মার্কেটে ছাড়ার ঘোষণা দিতে পারে। চায়নার এক কোম্পানি আরেকবার তাদের সক্ষমতার প্রমাণ বিশ্ববাসীকে দেখালো। স্মার্টফোনে ফটোগ্রাফির ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করার লক্ষ্য নিয়ে কাজ করছে শাওমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।