স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বর্তমান কোচ মিসবাহ উল হক। তিনি চাইছেন বিশ্বের বড় বড় ক্রিকেটীয় দেশ গুলো যেনো পাকিস্তানের মাটিতে এসে আরও বেশি বেশি সিরিজ খেলে। শুধু যে চাইছেন এমন না। বিশ্ববাসীর কাছে এ ব্যাপারে অনুরোধও করেছেন বর্তমান এই কোচ। সম্প্রতি পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।
বিগত ১০টি বছর কোন সিরিজ খেলা হয়নি পাকিস্তানে। তাদের ঘরোয়া মাঠ হিসেবে খেলা হতো আরব আমিরাতে। নিজেদের মাটিতে পুনরায় সিরিজ গড়াতে সেই শ্রীলংকার সিরিজের মধ্য দিয়েই ইতি টানতে চলছে পাকিস্তান। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তাদের নিজেদের মাটিতে আবারও ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে মাঠে নামছেন শ্রীলংকার বিপক্ষে। আর এতেই মিসবাহ উল হক চাইছেন তাদের মাটিতে আরও বেশি বেশি সিরিজ খেলতে।
মিসবাহ উল হক আরও বলেন, পাকিস্তানের মতো এমন পরিস্থিতিতে অনেক দেশই পড়েছে। কিন্তু আমাদের এইটা নিশ্চিত করা উচিৎ ক্রিকেট যেনো চলমান অবস্থায় থাকে। তিনি আরও বলেন, আপনি যখন নিজের মাটিতে খেলবেন তখন তার আবেগটি থাকে অন্য স্তরে। আর এটি প্রত্যেকটি খেলয়াড়ের জন্যই খুব গুরুত্বপুর্ণ। শুধু জাতীয় দলের খেলোয়াড়দের জন্য যে গুরুত্বপুর্ণ তা না। এটি পরবর্তী যুব খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।
মিসবাহ জানান, এখানেই শেষ নয়। ক্রিকেট বিশ্বের বড় দলের কাছে অনুরোধ, তারা যেনো আবারও সিরিজ খেলতে পাকিস্তানে আসেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের পর থেকে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মতো বড় কোন দল সিরিজে খেলতে পা রাখেননি পাকিস্তানের মাটিতে। যার মূল কারণ ছিলো বোমা হামলা। সে বছর পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়া লাহোরে শ্রীলংকার ক্রিকেট দলের বাসে আক্রমণ করে দুর্বৃত্তরা। এতে করে ৬ জন সিকিউরিটি এবং ২ জন পাকিস্তানি মারা যান। সেই সাথে আহত হয় ৬ জন শ্রীলংকার খেলোয়াড়ও।
সূত্রঃ রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।