জুমবাংলা ডেস্ক: জন্ম থেকেই দুই হাত ও ডান পা নেই তামান্নার। এভাবেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি উচ্চশিক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতকে ভর্তি হলেন। বুধবার (২১ ডিসেম্বর) যবিপ্রবির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন তামান্না আক্তার নুরা। বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
যশোরের ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পীর মেয়ে তামান্না নুরা। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়। জন্ম থেকেই তার দুই হাত ও এক পা নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার সাফল্যের পথে কখনো বাধা হতে পারেনি। বাঁ পায়ে লিখেই তিনি পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন। এরপর তিনি যবিপ্রবির ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে তামান্না আক্তার নুরা বলেন, ‘আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিষয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু আমার শারীরিক অবস্থা বিবেচনা করে উপাচার্য স্যারের পরামর্শে ইংরেজিতে ভর্তি হই। আমি যখন নবম শ্রেণিতে ছিলাম, তখন থেকেই ভিসি স্যার সব রকম সাহায্য-সহযোগিতার মাধ্যমে আমার পাশে ছিলেন এবং সব সময় উৎসাহ দিয়েছেন। ‘
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘অণুজীববিজ্ঞানে পড়তে হলে যথাযথ সতর্কতা মেনে প্রতিনিয়ত গবেষণাগারে কাজ করতে হয়, যা তামান্নার জন্য কষ্টসাধ্য। আর অণুজীববিজ্ঞানে হাতে কলমে ব্যাবহারিক কাজ না করলে এ বিষয়ের কিছুই বোঝা যায় না। এ জন্য তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনা করে তাকে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। তামান্না অত্যন্ত মেধাবী। সে ইংরেজি বিভাগে পড়লে খুব ভালো করবে। তা ছাড়া সে ফলাফল ভালো করলে বিশ্ববিদ্যালয় তাকে চাকরিও দিতে পারবে। তামান্নার জন্য নবনির্মিত বীরপ্রতীক তারামন বিবি হলে বিদেশি এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অধিক সুযোগ-সুবিধাসম্পন্ন কক্ষ বরাদ্দ করা হবে, যাতে তার হলে থেকে পড়ালেখা করতে কোনো সমস্যা না হয়।
উল্লেখ্য, মেধাবী তামান্নার এইচএসসিসহ সব পরীক্ষার সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ফোন করে খোঁজখবর নেন। একই সঙ্গে তামান্নার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তাঁরা। তাকে চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেনের তত্ত্বাবধানে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়।
টানাটানির সংসারে শত অভাবকে পেছনে ফেলে বাউলকন্যা মিতা এখন ম্যাজিস্ট্রেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।