Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগ
    ক্যাম্পাস

    বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগ

    Soumo SakibMarch 14, 20242 Mins Read
    Advertisement

    বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

    ওই পদের দাবিদার সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলছেন, ২০০৯ সালের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন এর ২৮ (৩) ধারা ‘লঙ্ঘন’ করে প্রথমে একজন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    তবে সেই শিক্ষক ওই পদে যোগদান করতে অপারগতা প্রকাশ করায় ‘দ্বিতীয়বার আইন লঙ্ঘন করে’ অন্য একজন সহকারী অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করেন।

    এ অবস্থায় ওই আদেশ বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

       

    তার অভিযোগে বলা হয়েছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদোন্নতি নীতিমালা অনুযায়ী সহকারী অধ্যাপক এবং আপগ্রেডেশনের মাধ্যমে ২০২১ সালের ৭ মার্চ থেকে সহযোগী অধ্যাপক হন।

    এ বিভাগে কর্মরত শিক্ষকদের মধ্যে তিনজন সহযোগী অধ্যাপক, চারজন সহকারী অধ্যাপক এবং দুজন প্রভাষক। সহযোগী অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাবিউর রহমানের অবস্থান দ্বিতীয়। জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম ১০ মার্চ বিভাগীয় প্রধান হিসেবে তার মেয়াদ শেষ করেন।

    তাবিউর রহমান বলছেন, বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৩) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা তার। কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

    সহযোগী অধ্যাপক তাবিউর রহমান বলেন, “আইন লঙ্ঘন করে একজন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। জ্যেষ্ঠতা নির্ধারণে আইনি জটিলতা থাকার কথা বলা হলেও বিভাগে কর্মরত শিক্ষকদের বিষয়ে কোনো আইনি জটিলতা নেই।

    “নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম চলমান থাকলেও বিভাগীয় প্রধান নিয়ে কেন জ্যেষ্ঠতার প্রশ্ন তোলা হচ্ছে তা বোধগম্য নয়। এ বিষয়ে বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে দেখা করে প্রতিকার চাওয়া হয়েছে।”

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগের অনুলিপি উপাচার্য, কোষাধ্যক্ষ, সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে বলে জানান তাবিউর রহমান।

    এদিকে গত ১০ মার্চ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে প্রশাসনকে লিখিত দেন।

    এরপর ওই বিভাগের আরেক সহকারী অধ্যাপক সারোয়ার আহমাদকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করায় বর্তমানে পদটি শূন্য রয়েছে।

    বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকী বলেন, “জ্যেষ্ঠতা নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকায় সহযোগী অধ্যাপক তাবিউর রহমানকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ না দিয়ে একজন সহকারী অধ্যাপককে নিয়োগ দিয়েছে প্রশাসন।”

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীও আইনি ‘জটিলতার’ কথা বলছেন।

    নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে গণ ইফতার

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আইন করে ক্যাম্পাস নিয়োগ, প্রধান বিভাগীয় বিশ্ববিদ্যালয়’ বেরোবিতে লঙ্ঘন
    Related Posts
    শিক্ষার্থী খাদিজাতুল কুবরা

    জকসুর প্রার্থী হচ্ছেন কারাবন্দি সেই খাদিজাতুল কুবরা

    November 1, 2025
    শিক্ষার্থীদের সংঘর্ষ

    সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, গাড়িতে আগুন

    October 27, 2025
    বেরোবিসাসের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বর্ণাঢ্য আয়োজনে বেরোবিসাসের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    October 26, 2025
    সর্বশেষ খবর
    শিক্ষার্থী খাদিজাতুল কুবরা

    জকসুর প্রার্থী হচ্ছেন কারাবন্দি সেই খাদিজাতুল কুবরা

    শিক্ষার্থীদের সংঘর্ষ

    সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, গাড়িতে আগুন

    বেরোবিসাসের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বর্ণাঢ্য আয়োজনে বেরোবিসাসের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    উত্তাল

    ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

    অগ্নিকাণ্ড আতঙ্কের রাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

    শিবির থেকে ভিপি

    রাকসুর ইতিহাসে প্রথমবার শিবির থেকে ভিপি

    পানির ফিল্টার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিল শিবির

    শিক্ষার্থী বহিষ্কার

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

    শিবিরের জয়

    চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

    রাকসু নির্বাচন

    ৩৫ বছর পর রাকসু নির্বাচন আজ, নিরাপত্তায় নজির স্থাপন করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.