আন্তর্জাতিক ডেস্ক : জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। গত বছর বিশ্বব্যাপী বিদ্যুৎ চালিত গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে রেকর্ড ২৫ শতাংশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ২০২৪ সালে বিশ্বব্যাপী বিক্রি করা বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের সংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ, যা ২০২৩ সালের চেয়ে ২৫ শতাংশ বেশি। এর মধ্যে চীনেই বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ গাড়ি।
আর দেশটিতে ডিসেম্বরে বিক্রি সাড়ে ৩৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডায় বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।
একই সময়ে ইউরোপে বিক্রি এক শতাংশের মত বেড়েছে। আর ডিসেম্বরে শুধুমাত্র বৈদ্যুতিক চালিত যানবাহন বিক্রি হয়েছে ১৯ লাখ ২০ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।