জুমবাংলা ডেস্ক: হুইলচেয়ার বসে বিশ্বভ্রমণ করেছেন এক তরুণী। এতেই তার নাম শোভা পাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক বিশেষভাবে সক্ষম নারী। তার নাম রেনি ব্রুনস। অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতে ভর করেই মাত্র একবছরেই মধ্যেই তিনি ঘুরে বেড়ান ১১৭ টি দেশ। এই অসম্ভবকে সম্ভব করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’সে নাম তুললেন এই মার্কিন নারী।
ইনস্টাগ্রামে তিনি শংসাপত্র হাতে হুইল চেয়ারে বসা একটি ছবি শেয়ার করেছেন। ঐ রেনি বলেন,‘ছোট বয়স থেকেই আমি ঘুরতে ভালবাসি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় শারীরিক প্রতিবন্ধকতা। আমার যখন পাঁচ বছর বয়স আই তখন প্রথম বিমানে চড়ি। বিমানে চড়া প্রতিবন্ধী মানুষজনের কাছে সত্যিই একটা বড় সমস্যা। আমি মনে করি প্রতিবন্ধীদের বিমানে চড়ার উপায় আরো কিছুটা সহজ করতে হবে। তবে মানুষজন আমাকে সাহায্য করেছে। বিশেষ করে পুরুষদের থেকেও আমি সাহায্য পেয়েছি।’
এই নারী জানিয়েছেন তার প্রিয় জায়গার নামও। তিনি বলেছেন, ‘অ্যান্টার্কটিকা আমার কাছে স্বপ্নের মত’ একান্তে সংবাদ মাধ্যমকে জানান তিনি। তিনি বলেন, একবছরে ১১৭টি দেশভ্রমণ আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমি পেরেছি। আমি খুশি বিশ্বরেকর্ড গড়েছি। আমাকে দেখে অনেকেই তাদের ইচ্ছাপূরণে আগ্রহী হবে বলেই আমার আশা”।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।