স্পোর্টস ডেস্ক : চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে চমক দেখিয়ে চলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। যে পেসারকে বিশ্বকাপের শুরুতে গুনায়ই ধরেনি পিসিবি। নানা নাটকীয়তার পর দলে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন এই পেসার। ৭ ম্যাচে ১৬ উইকেট শিকার করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমির।
এদিকে বল হাতে আগুনের ফুলকি ছড়ানো এই পেসারকে চলতি বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানই ছক্কা মারতে পারেননি। ৩২৪ বল পর্যন্ত অপরাজিত থাকার পর অবশেষে জিমি নিসাম সেই অসাধ্য সাধন করলেন।
চলতি বিশ্বের যেকোনো বোলারের জন্য সবচেয়ে বেশি বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে না দেয়ার রেকর্ড এটি। এছাড়া এ বিশ্বকাপে ২৮২ বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে দেননি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার ইমরান তাহির।
এদিকে মোহাম্মদ আমিরের বোলিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের কোচ মিকি আর্থারও। তিনি বলেন, ‘আমি সবসময় বলে আসছি, আমির খুবই স্মার্ট বোলার। খেলায় তার দক্ষতাও অসাধারণ। সে অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করছে। চলতি বিশ্বকাপে তাকে যেভাবে আস্থার সঙ্গে বল করতে দেখেছি, এর আগে কখনো সেটা চোখে পড়েনি।’
তিনি আরও বলেন, ‘উইকেটের প্রতি তার যে চাহনি, এটা সত্যিকার অর্থে ভালো লক্ষণ। এটাই তার আত্মবিশ্বাস।’ এছাড়া পাকিস্তানের সাবেক কোচ ও ফাস্ট বোলার ওয়াকার ইউনুসও আমিরকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশ্বকাপে তার নৈপুণ্যে পুরনো আমিরের নতুন রূপে ফিরে আসবে বলে তিনি আখ্যায়িত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।