বিনোদন ডেস্ক : এবার বিশ্বের সেরা ১০ সিনেমার তালিকায় স্থান করে নিলো বক্স অফিসে ঝড় তোলা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আর আর আর’। শুধু তাই নয়, তালিকার শীর্ষে রয়েছে এস এস রাজা মৌলি পরিচালিত সিনেমাটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক পত্রিকায় প্রকাশিত সমীক্ষায় হলিউডের নামকরা সব সিনেমাকে পেছনে ফেললো ‘আর আর আর’।
প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এস এস রাজা মৌলির সিনেমা। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং রাম চরণের জুটি ম্যাজিক তৈরি করেছিল সিনেপর্দায়। সঙ্গে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাট।
যুক্তরাষ্ট্রের পত্রিকা অনুযায়ী, এই তালিকা তৈরি হয়েছে বছরের প্রথম ছয় মাসে মুক্তি পাওয়া সিনেমার নিরিখেই। বছর শেষ হলে হয়তো বদলাতে পারে এই তালিকা বলে মনে করছেন সমীক্ষকরা।
পত্রিকাটির সমীক্ষা অনুযায়ী এই তালিকায় ‘আর আর আর’ ছাড়াও পর্যায়ক্রমে স্থান করে নিয়েছে – দ্য ব্যাটম্যান, দ্য ফলআউট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, চা চা রিয়েল স্মুথ, দ্য নর্থম্যান, কিমি, মাস্টার ও টার্নিং রেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।