আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন ভারতীয় এক যুবক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে এক ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন তৈরি করতে দেখা যাচ্ছে।
জানা যায়, ওই যুবকের নাম সাই তিরুমলানিধি। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাধারণ ওয়াশিং মেশিনের মতোই কাজ করে এটি। খালি আকারে একটু ছোট। কতটা ছোট? পোস্টের ক্যাপশনে, ‘সাই তিরুমলানিধির তৈরি সবচেয়ে ছোট ওয়াশিং মেশিনের পরিমাপ ৩৭ মিমি x ৪১ মিমি x৪৩ মিমি (১.৪৫ ইঞ্চি x ১.৬১ x ১.৬৯ ইঞ্চি)।’
ভিডিওতে দেখা যাচ্ছে, সাই তিরুমলানিধি ছোট ছোট যন্ত্রাংশ ব্যবহার করে একটি ওয়াশিং মেশিন তৈরি করছেন। স্যুইচ দিয়ে সেটি অন অফ করা যাচ্ছে। মেশিনে ছোট সাইজের একটি পাইপও লাগানো রয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাই থিরুমলানিধি মেশিনে দুই টুকরো কাপড়, পানি এবং লন্ড্রি ডিটারজেন্ট ভরছেন। তারপর সেটা চালিয়ে দিতেই ওয়াশিং মেশিন ঘুরতে শুরু করে দিল। ভিডিওতে, জামাকাপড় পরিষ্কার করার পরে, তাকে সেগুলি বের করে নিয়ে মুচড়ে দিতেও দেখা যাচ্ছে। এ যেন পুতুলের জন্য ছোট্ট ওয়াশিং মেশিন! পুতুলের জামাকাপড় কাচার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।